কেজিএফ: চ্যাপ্টার টু জ্বরে ইন্টারনেট পুড়ছে । ইউটিউব, টুইটার—সব জায়গায় ট্রেন্ডিংয়ে সবার ওপরে উঠে এসেছে এ ছবি নিয়ে আলোচনা। ইউটিউবে এ ছবির টিজার দেখা হয়েছে ১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজারবারের বেশি। ৭২ লাখ মানুষ লাইক দিয়েছেন ১০০ কোটি রুপি খরচ করে বানানো ছবির টিজারে। ইউটিউবে সবচেয়ে কম সময়ে বেশিবার দেখার রেকর্ড গড়েছে এ ছবির টিজার।