news-details
dhaliwood

লকডাউনে সিনেমার শুটিংয়ে বাধা নেই

 

সারা দেশে করোনা বৃদ্ধি হওয়ায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে চলচ্চিত্রের শুটিং বন্ধের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এদিকে সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা না থাকায় সিনেমা হল খোলা রেখেছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা এখনো তারা পাননি। যে কারণে সিনেমা হল খোলা রয়েছে। নির্দেশনা পেলে তারা বন্ধ করে দেবেন।