২৩ মার্চ থেকে বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মমতাজ মহল’ মাসুদুর রহমানের রচনা এবং সজীব মাহমুদের পরিচালনায় নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, তানিয়া বৃষ্টি, অ্যালেন শুভ্র, শাওন, রিমি করিম, গোলাম ফরিদা ছন্দা, সাবেরী আলম, মীম, সায়েরা জাহান, নয়ন, তানভীর মাসুদ, আলামিন সবুজ, মিশু রহমান, টুটুল চৌধুরী, লিটন প্রমুখ।