news-details
television

এক যুগ পর অপূর্ব-তিশা

টেলিভিশন পর্দার এক সময়ের নিয়মিত জুটি অপূর্ব-তিশা ২০০৮ সালের পর আবারও একসঙ্গে জুটি বাঁধবেন মহিদুল মহিম ও শিহাব শাহীন পরিচালিত দুটি নাটকে। মহিদুল মহিম বলেন, তার নাটকের নাম ‘রক রবীন্দ্র’। নাটকটির শুটিং শুরু হবে আগামী ৬ মে থেকে।শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। তারা দুজন একসঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধেছিলেন। এরমধ্যে শেষ প্রান্তে, মন বিহঙ্গম, বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি, কারে ভালোবাসো তুমি, জিরো উল্লেখযোগ্য।