সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের গাওয়া গান ‘বিনোদিনী রাই’ দুই বাংলায় এখন প্রশংসা কুড়চ্ছে। মিষ্টি প্রেমের এ গানের সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী।
সাব্বির নাসির বলেন, ‘দুই বাংলার শ্রোতারা ‘বিনোদিনী রাই’ এভাবে পছন্দ করেছেন দেখে খুব ভাল লাগছে। সম্পা বিশ্বাস বলেন, ‘গানটি প্রকাশ হবার পর দুই বাংলা থেকেই বেশ সাড়া পাচ্ছি। সকলেই বলছে, গানটি একবার শোনার পর মনে হয় আরেকবার শুনি। এটাই তো শিল্পীর জন্য বড় এক প্রাপ্তি।
প্লাবন কোরেশী বলেন, ‘সম্পা বিশ্বাস ভারতের গায়িকা হলেও আমরা আমাদের দেশীয় মাটি, মানুষের সুরকে প্রাধান্য দিয়ে ‘বিনোদিনী রাই’ গানটি করেছি। বিশ্বায়নের যুগে আমরা আমাদের মাটি ও মাকে ভুলে যেতে চাই না। সেই জায়গা দেখেই গানটি করা।