news-details
dhaliwood

প্রেম প্রীতির বন্ধন

 সোমবার দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে ‘প্রেম প্রীতির বন্ধন’-এর মহরত অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন নায়িকা অপু বিশ্বাস। নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেধেছেন অপু বিশ্বাস। ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’।  পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

অপু বিশ্বাস জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।