এবারের লকডাউনের সরকারি নির্দেশনায় সিনেমা হল বন্ধের কোনো নির্দেশ নেই। চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস বলেন তারপরও স্থানীয় প্রশাসন অলিখিত আদেশে সারা দেশে বেশ কিছু সিনেমা হল বন্ধ করে দেওয়ায় ফের ধ্বংসের মুখে পড়ল এই শিল্পটি। ঈদে ডিপজল প্রযোজিত নতুন ছবি ‘সৌভাগ্য’ মুক্তি দেওয়া হয়। মুক্তির প্রথম দিনই ঢাকার আনন্দ, ছন্দ এবং চিত্রামহল, দিনাজপুরের মডার্ন, সৈয়দপুরের তামান্না, সিলেটের নন্দিতা বন্ধ করে দিয়েছে প্রশাসন।