৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে বাংলাদেশের ছবিটি নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আজমেরী হক বাধঁন। ছবিতে আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।
পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।