নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ অভিনয় করবেন পরীমনি।
‘অন্তরালে’ ছবিতে অর্পিতা নামে বনেদি হিন্দু পরিবারের গৃহধূর চরিত্রে অভিনয় করবেন পরীমনি। ছবির গল্পে দেখা যাবে স্বামী ব্যবসায়ীর সঙ্গে নির্ঝঞ্জাট দিন কাটাচ্ছিলেন অর্পিতা। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। একটি খুন মধ্যবিত্ত একটি জীবনকে কোথায় নিয়ে দাঁড় করায় তা উঠে আসবে ছবিটিতে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।