news-details
dhaliwood

অন্তর্জাল মিম

 

আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’- এমন ভাবনা নিয়ে তৈরি হচ্ছে সাইবার থ্রিলার ধাঁচের চলচ্চিত্রঅন্তর্জাল।এটি পরিচালনা করবেন  দীপংকর দীপন। এতে যুক্ত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে দেখা যাবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে।

নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, প্রযুক্তির দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের অংশগ্রহণে অনুপ্রেরণা তৈরিতে ছবিটিতে যুক্ত । ছবিটি প্রযোজনা করবেন সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু।