news-details
television

‘তিশা কলেজ পালাইয়া প্রেম করতে আসতেন’

শোবিজ অঙ্গনের বহুল আলোচিত দুই নাম মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। পাক্কা তিন বছর চুটিয়ে প্রেম করে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। বিয়ে করেছেন তাও প্রায় দশ বছর। এতদিন পর কলেজ পালিয়ে প্রেম করার দিনগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করলেন এই যুগল।

ফারুকী-তিশার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তারা। ক্যাপশনে ফারুকী লিখেন, ‘এই কঠিন করোনাপীড়িত বর্তমান থেকে আমি মুখ ফিরাইয়া অতীতের দিকে নেওয়াটা শ্রেয় মনে করলাম! এইটা সেই সময় যখন তিনি কলেজ পালাইয়া প্রেম করতে আসতেন।’

অন্যদিকে তিশা তার ফেসবুকে ছবিটির ক্যাপশন লিখেন, ‘পুরোনো সেই দিনের কথা.....। খুব দমবন্ধ লাগছিল আজকে। তখন ভাবলাম পুরোনো অ্যালবাম নিয়ে বসি। আর সেখান থেকেই কলেজ পালানো প্রেমের এই ছবিটা খুঁজে পাই! ফারুকী চুরি করে আমার আগেই পোস্ট করে দিয়েছে।’