news-details
television

কোয়ারেন্টাইনে কী করছেন মম?

মহামারি করোনাভাইরাস প্রত্যেকদিন কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দেশের মানুষ। বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারাও।

নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইনে আছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘এই মুহূর্তে সবারই বাইরে যাওয়া বন্ধ। কাজের ব্যস্ততায় পরিবারের সবাইকে সেইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই সতর্কতার সঙ্গেই বাবা-মাসহ অন্যদের সময় দিচ্ছি। সময় কাটছে বই পড়ে। সেইসঙ্গে সিনেমাও দেখছি। আমাকে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন তাদের সচেতন হতে উৎসাহিত করছি।’

মম আরো বলেন, ‘করোনাভাইরাস আমাদের একার সমস্যা না। এটা বিশ্বের সবার সমস্যা। এটা একজনের মাধ্যমে সব মানুষের মধ্যে ছড়াতে পারে। তাই সমস্যা হলেও সবাইকে এই মুহূর্তে বাসায় থাকতে হবে। অন্যের মঙ্গলের জন্য হলেও সবাই বাসায় থাকার চেষ্টা করবেন।’