news-details
sangeet

সিনেমায় ফিরলেন টুটুল

দীর্ঘদিন পর শফিক হাসান পরিচালিত ‘দ্য অ্যাডভাইজার’ ছবিতে। গান গাইলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘তুমি আলতো প্রেমে দুহাত বাড়ালে’। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

 

 পরিচালক বলেন, “এস আই টুটুল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। অসংখ্য জনপ্রিয় গান আছে তার। সিনেমায় গান গেয়েও তিনি সফল। আমার মনে হয় তার গাওয়া নতুন গানটিও সফল হবে।”