news-details
television

 ‘জননীর চোখ’

 

বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় দেশের জন্য শহীদদের আত্মদানের কথা। বীরাঙ্গনাদের আত্মসম্মান দানের কথা। তাই এ দিবসের নাটকে দেশপ্রেমের নতুন নতুন গল্প উঠে আসা উচিত।  ‘জননীর চোখ’ নাটকে উঠে এসেছে মুক্তিযুদ্ধ কালীন লোমহর্ষক চিত্র।’

বিজয় দিবসের বিশেষ নাটক ‘জননীর চোখ’। সৈয়দ ইকবাল এর গল্পে চিত্রনাট্য ও পরিচাললা করেছেন অনিক বিশ্বাস। ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত জান্নাত রুহী,শাহেদ আলী সুজন, হাসনাত রিপন, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালাম, নাফিস আহমেদ, মিনাক্ষী রায়, লিজা খানম, বাবুল বিশ্বাস প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে ‘জননীর চোখ’ নাটকটি প্রচার হবে।