news-details
television

২০২১ এর ‘ক্যান্ডি ক্রাশ’

 

নতুন বছরে চমক নিয়ে হাজির হচ্ছেন টিভি নাটকের জুটি অপূর্ব-মেহজাবীন। সদ্য শুটিং হওয়া এই নাটকটির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। সিএমভি’র ব্যানারে বিশেষ এই কাজটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।এই নাটকে একেবারে অন্য এক রূপে দেখা যাবে দুজনকে। আসছে ২০২১ সালে এই জুটির প্রথম প্রচার প্রতীক্ষিত কাজ হিসেবে চূড়ান্ত হয়ে আছে নাটকটি। এটি প্রচার হবে নতুন বছরের দ্বিতীয় দিন (২ জানুয়ারি, ২০২১) মাছরাঙা টিভিতে।